সোলাইমানির জন্য বুক চাপড়ে কাঁদছেন কেরমানের জনতা
- আপডেটের সময় : ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ৩৩৮ টাইম ভিউ
ইরানের কেরমান শহর জন্ম নিয়েছেন বিংশ শতাব্দির সবচেয়ে চৌকস গোয়েন্দ কাসেম সোলাইমানি। মার্কিন হামলায় নিহত সোলাইমানির মরহেদ কেরমানে শহরে ঢুকার আগেই রাস্তায় শোকার্ত লাখো মানুষের ঢল নামে। বুক চাপড়ে কাঁদছেন তারা। জাতীয় বীর কাসেম সোলাইমানিকে হারিয়ে তারা শোকে পাথর। তাদের মাঝে জাতীয় পতাকায় আচ্ছাদিত হয়ে নিথর দেহে ফিরেছেন তিনি। গুমড়ে কাঁদছে মানুষ। উচ্চস্বরে কাঁদছে। কেউবা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এমনই এক শোকবিধূর পরিবেশে পৌঁছেছে সোলাইমানির মৃতদেহ। আজই তাকে এই শহরে দাফন করার কথা।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হচ্ছে, কেরমানের রাস্তায় হাজার হাজার মানুষ। তাদের পরণে কালো পোশাক। তারা সমবেত হয়েছেন তাদের বীরকে শেষ শ্রদ্ধা জানিয়ে দাফন করতে।