ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

সিলেট বিভাগে একদিনে ৯৫ জন শনাক্ত, মোট আক্রান্ত হলো ৬৬১৩ জন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / ৫১০ টাইম ভিউ

সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১৮ জুলাই) একদিনে ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাশনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জন চিকিৎসকসহ ৬৬ জনের করোনাপজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন বলে জানা গেছে।
সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলার ১২ জন, ওসমানীনগর উপজেলার ২ জন এবং কানাইঘাট উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া গতকাল শাবির ল্যাবে সিলেট জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন সুনামগঞ্জজেলার এবং ৯ জন সিলেট জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়াগেছে।
রাতে শনাক্ত হওয়া ৯৫ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৩৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৮০ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫ জন এবং মৌলভীবাজারে ৮৪৫ জন।
শনিবার সকাল পর্যন্ত বিভাগের চারজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন।

পোস্ট শেয়ার করুন

সিলেট বিভাগে একদিনে ৯৫ জন শনাক্ত, মোট আক্রান্ত হলো ৬৬১৩ জন

আপডেটের সময় : ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১৮ জুলাই) একদিনে ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাশনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জন চিকিৎসকসহ ৬৬ জনের করোনাপজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন বলে জানা গেছে।
সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলার ১২ জন, ওসমানীনগর উপজেলার ২ জন এবং কানাইঘাট উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া গতকাল শাবির ল্যাবে সিলেট জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন সুনামগঞ্জজেলার এবং ৯ জন সিলেট জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়াগেছে।
রাতে শনাক্ত হওয়া ৯৫ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৩৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৮০ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫ জন এবং মৌলভীবাজারে ৮৪৫ জন।
শনিবার সকাল পর্যন্ত বিভাগের চারজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন।