সিলেট থেকেই ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু
- আপডেটের সময় : ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ৩২৫ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরুর পর এবার সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো ড.কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার বিকাল চারটার দিকে সিলেট এসে পৌছান কাদের সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট শাহ জালাল মাজার জিয়ারত শেষে ঐ এলাকায় সিলেট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। পরবর্তীতে নেতৃবৃন্দ শাহপরাণ মাজার জিয়ারতে উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সেখানেও তারা জিয়ারত শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।
ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সিলেট সফর উপলক্ষে নগরীর রেজিষ্টারী মাঠে জনসভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত জনসভা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিলেট মহানগর বিএনপি সুত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সিলেট থেকেই নির্বাচনী যাত্রা শুরু করেছিলো জাতীয় ঐক্যফ্রন্ট।