সিলেটে সেই তিন ছিনতাইকারী গ্রেফতার

- আপডেটের সময় : ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ৩৭৭ টাইম ভিউ
সিলেটে ছিনতাইয়ের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন ছিনতাইকারীকেও। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোগলাবাজার থানাধীন সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ আরিয়ান (২৩), সুনামগঞ্জ জেলার সদর থানার নতুনপাড়া এলাকার রাজেন্দ্র দাসের ছেলে জনি দাস (২০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন চেচনী এলাকার আলিফ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫)।
গত মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ফেরার পথে সিলেট নগরীর শাহজালাল ব্রিজের উপর ছিনতাইর শিকার হন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করেন ফরহাদ।#