সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি কাল: স্বাগত জানাবে আওয়ামী লীগ, এসএসএফের বৈঠক
- আপডেটের সময় : ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ১৬৪৮ টাইম ভিউ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে ৩দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে আগামীকাল শনিবার সকাল ৯ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছাবেন। সিলেটে এক ঘন্টার যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রীকে সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানাবেন। শেখ হাসিনার যাত্রাবিরতি সফল, সুন্দর ও নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সিলেট জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতবৃন্দের সাথে বৈঠক করেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা বিশেষ বাহিনী এসএসএফ। শুক্রবার বিকাল ৩টায় সিলেট ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেতৃবন্দের সাথে বৈঠক করেন তারা। এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়া সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শাহ আলম/দেশদিগন্ত