সিলেটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০
- আপডেটের সময় : ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৪৪৭ টাইম ভিউ
সিলেটের মোগলাবাজার থানার নেগাল গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে নিহত হয়েছেন এক বৃদ্ধ। এসময় উভয় পক্ষেরই ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আটক করা হয়েছে ১১ জনকে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চেরাগ আলী (৬৫) ওই গ্রামের আরিফ উল্লাহের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেগাল গ্রামের হাওরে জমির আইল (সীমানা) কাটা নিয়ে লুৎফুর রহমান ও আমিন উল্লাহ পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে সংঘর্ষের শুরু হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়।
সংঘর্ষে গুরুতর আহত হন আমিন উল্লাহের ভাতিজা চেরাগ আলী। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয়পক্ষের ১১ জনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।#