ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

সিলেটে জঙ্গি তৈরির ট্রেনিং সেন্টার খুলেছিলো নাইম

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / ৩৭৩ টাইম ভিউ

সিলেটে টিলাগড়ে জঙ্গিদের ট্রেনিং দিতে শাহভিলায় বাসা ভাড়া নিয়েছিলো নব্য জেএমবির আঞ্চলিক প্রধান নাইমুজ্জামান নাইম ও তার সহযোগী সায়েম। মঙ্গলবার রাতে অভিযানকালে বাসার মালিক সামদ আলীর সামনেই এ কথা স্বীকার করেছে জঙ্গি নাইম ও সায়েম। তবে- অভিযানকালে ওই বাসায় কিছু পাওয়া যায়নি।
বাসার মালিক সামদ আলী জানিয়েছেন- রাতে পুলিশ নাইম ও সায়েমকে নিয়ে তার বাসায় আসেন। এ সময় তিনি নাইম ও সায়েমকে চিনেছেন। তারা দু’জন প্রায় দুই মাস আগে কম্পিউটার ট্রেনিং সেন্টারের নামে তার কাছ থেকে বাসা ভাড়া নেয়। এ সময় তারা জানিয়েছিলো তাদের দুই সহকর্মী ওই বাসায় থাকবে। তিনি জানান- বাসা ভাড়া নিলেও তারা কার্যক্রম শুরু করেনি।

কিংবা ওই বাসায় কেউ বসবাসের জন্য উঠেনি। তবে- নিয়মিত ভাবেই তারা বাসা ভাড়া দিয়ে যেতো।
নাইম ও সায়েমের সিলেটে বাসা রয়েছে। এর মধ্যে নাইম পরিবার নিয়ে নগরীর মিরাবাজারে বসবাস করতেন। আর সায়েম বসবাস করতেন দক্ষিন সুরমায়। এরপরও তারা নতুন যোগ দেওয়া জঙ্গিদের ট্রেনিং দিতে ওই বাসা ভাড়া নেয়। মঙ্গলবার রাতে তারা বাসার মালিকের সামনেই পুলিশের কাছে এ কথা স্বীকার করেছে।#

পোস্ট শেয়ার করুন

সিলেটে জঙ্গি তৈরির ট্রেনিং সেন্টার খুলেছিলো নাইম

আপডেটের সময় : ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

সিলেটে টিলাগড়ে জঙ্গিদের ট্রেনিং দিতে শাহভিলায় বাসা ভাড়া নিয়েছিলো নব্য জেএমবির আঞ্চলিক প্রধান নাইমুজ্জামান নাইম ও তার সহযোগী সায়েম। মঙ্গলবার রাতে অভিযানকালে বাসার মালিক সামদ আলীর সামনেই এ কথা স্বীকার করেছে জঙ্গি নাইম ও সায়েম। তবে- অভিযানকালে ওই বাসায় কিছু পাওয়া যায়নি।
বাসার মালিক সামদ আলী জানিয়েছেন- রাতে পুলিশ নাইম ও সায়েমকে নিয়ে তার বাসায় আসেন। এ সময় তিনি নাইম ও সায়েমকে চিনেছেন। তারা দু’জন প্রায় দুই মাস আগে কম্পিউটার ট্রেনিং সেন্টারের নামে তার কাছ থেকে বাসা ভাড়া নেয়। এ সময় তারা জানিয়েছিলো তাদের দুই সহকর্মী ওই বাসায় থাকবে। তিনি জানান- বাসা ভাড়া নিলেও তারা কার্যক্রম শুরু করেনি।

কিংবা ওই বাসায় কেউ বসবাসের জন্য উঠেনি। তবে- নিয়মিত ভাবেই তারা বাসা ভাড়া দিয়ে যেতো।
নাইম ও সায়েমের সিলেটে বাসা রয়েছে। এর মধ্যে নাইম পরিবার নিয়ে নগরীর মিরাবাজারে বসবাস করতেন। আর সায়েম বসবাস করতেন দক্ষিন সুরমায়। এরপরও তারা নতুন যোগ দেওয়া জঙ্গিদের ট্রেনিং দিতে ওই বাসা ভাড়া নেয়। মঙ্গলবার রাতে তারা বাসার মালিকের সামনেই পুলিশের কাছে এ কথা স্বীকার করেছে।#