সিলেটে ই-পাসপোর্ট সেবা শুরু
- আপডেটের সময় : ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ৩৫৪ টাইম ভিউ
সিলেটে সোমবার থেকে পুরোদমে শুরু হয়েছে ই-পাসপোর্ট পরিষেবা কার্যক্রম। এই পদ্ধতিতে আবেদনকারীরা সহজেই আবেদন করতে পারবেন এবং এতে তাদের সময় বাঁচবে ও ভোগান্তি কমবে- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে পরীক্ষামূলকভাবে ই-পাসপোর্ট আবেদনকারীদের আবেদন গ্রহণ শুরু হয়। পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে প্রতিদিন পাঁচ-সাতজনের ই-পাসপোর্টের আবেদন নেওয়া হচ্ছে। এ ছাড়া স্বাভাবিকভাবেই চলছে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন গ্রহণ প্রক্রিয়া। ইতোমধ্যে ই-পাসপোর্ট পরিসেবা দেওয়ার জন্য কার্যালয়ের সাত কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণও দেয়া হয়েছে।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে জানান, ই-পাসপোর্টের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে। আবেদনকারীদের ই-মেইলে শিডিউল দেওয়া হবে। এতে তাদেরও ভোগান্তি কমবে। #