সিলেটে ইয়াবা-ফেন্সিডিলসহ ২ জন আটক

- আপডেটের সময় : ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ৪৬৮ টাইম ভিউ
সিলেটে পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবার চালান আটক করেছে র্যাব। গত রবিবার দিবাগত রাতে জেলার সদর ও জৈন্তাপুর থানায় অভিযান চালিয়ে এ চালান দুটি আটক করা হয়। সাথে আটক করা হয় দুই’জন মাদক ব্যবসায়ীকে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজার এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ফেন্সিডিলের একটি চালান আটক করা হয়। এসময় রুবেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে সিলেটের জকিগঞ্জ থানার সুপ্রাকান্দি গ্রামের বেলাল আহমদের ছেলে।
অন্যদিকে, একই রাত ১০টার দিকে সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানাধীন ছালিয়া এলাকা থেকে ১৩০০ পিস ইয়াবাসহ আবদুস শহীদ (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। সে জালালাবাদ থানার বড়কাপন গ্রামের সখর উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার আটক দু’জনকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#