সিপিএর ফাইনেল খেলায় হাজীপুরের সুমনের ব্যাটে চ্যাম্পিয়ন খালেদ খাঁন ক্রীড়া চক্র কুলাউড়া
- আপডেটের সময় : ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৩৫৭ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়ায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) ২০১৯-২০ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় খালেদ খাঁন ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন খালেদ খাঁন ক্রীড়া চক্রের সুমন মালাকার ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির জনি লাল ভাস্কর গোবিন্দ।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি নবীন চন্দ্র সরাকরি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকালে খালেদ খাঁন ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৬৫ বলে ১২১* রান করেন সুমন মালাকার।
জয়ের লক্ষে ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ৯ইউকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ৫৫ রান করেন অতিথি খেলোয়ার রানা। খালেদ খাঁন ক্রীড়া চক্রের পক্ষে সুমন ৩ উইকেট লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরনির অনুষ্ঠানে সিপিএ’র সভাপতি কামরুল হাসান বক্সের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রবিউল আউয়াল মিন্টুর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বক্তব্য দেন সিপিএ’র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাব প্রমুখ।
খেলায় সুমন মালাকার টুর্ণামেন্ট এর সর্বোচ্চ আট ম্যাচে চার শতাধিক রান করেন।