সাবেক ভিসি ড.এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে আহমেদ আলী মুকিবের গভীর শোক
- আপডেটের সময় : ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ৬৬৪ টাইম ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক ডঃ এমাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, সৌদিআরব বিএনপির সভাপতি আলহাজ্জ আহমেদ আলী মুকিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি শুক্রবার (১৭ জুলাই) এক শোক বার্তায় বলেন, মরহুম এমাজউদ্দীন আহমেদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি ছিলেন
আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী,দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন।
ওয়ান ইলেভেনের কঠিন সময়ে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার ভূমিকা পালন করেন। তার এই মহাপ্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে উনার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের।
উনার মৃত্যুতে দেশ একজন অবিভাবককে হারলো।
আলহাজ্জ আহমেদ আলী মুকিব আরো বলেন -প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোকাহত দেশবাসী, অসংখ্য গুণগ্রাহী ও তাঁর অগণিত ছাত্রছাত্রীর মতো আমিও গভীরভাবে বেদনাহত। দেশের মহাসংকটময় দুর্দিনে তাঁর মতো একজন চিন্তাশীল ও জ্ঞানী মানুষের ইহধাম ত্যাগে আমি তাঁর শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দেশের ক্রান্তিকালে তিনি জাতির বিবেক হিসেবে কাজ করতেন।’
মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।