সংরক্ষিত আসনে মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়িকা মৌসুমী
- আপডেটের সময় : ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
- / ১৪৩৪ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিনি আওয়ামী লীগের হয়ে সাংসদ হতে চান।
বুধবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে তিনি ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে যান।
এমসয় মৌসুমী বলেন, ‘দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই। মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে মনে করি।’
মৌসুমী ছাড়াও সংরক্ষিত নারী আসনের সাংসদ হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন- সাবেক এমপি কবরী সারোয়ার, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী,অরুণা বিশ্বাস, তারিন জাহান, শমী কায়সার, চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি।