ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

সংরক্ষিত আসনের ফরম বিক্রি করে আ.লীগের আয় সাড়ে ৪ কোটি টাকা

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
  • / ১৪৮৯ টাইম ভিউ

 ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে গত চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫১০ টি। শুক্রবার শেষদিনে ফরম কিনেছেন ১২৫ জন মনোনয়ন প্রত্যাশী।

প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা হিসেবে গত চারদিনে ফরম বিক্রি বাবদ ক্ষমতাসীন দলের আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।

গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয় থেকে সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু হয়। শেষদিনও যথারীতি সকাল থেকে এই কার্যক্রম চলেছে। তবে অন্য দিনগুলোর তুলনায় এদিন ফরম সংগ্রহকারীদের ভিড় কম ছিল। ধানমণ্ডি কার্যালয় ও সংলগ্ন ভবনে আটটি বিভাগের জন্য স্থাপিত দুইটি বুথ থেকে ফরম কেনেন মনোনয়ন প্রত্যাশীরা।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানান, চারদিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৫১০ জন এবং জমা পড়েছে ১ হাজার ৪১৫ টি। ফরম আর বিক্রি করা হবে না। তবে রোববার পর্যন্ত ফরম জমা দিতে পারবেন সংগ্রহকারীরা।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ সদস্য নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিদ্যমান আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত মহিলা আসনের ৪৩টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হবেন। জাতীয় পার্টি আসন পাবে ৪টি। মহাজোটের অন্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের সবাই ৬টির কম আসন পাওয়ায় এককভাবে কেউ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে না। তবে জোটবদ্ধ হলে তারা একটি আসন পাবে। অন্যদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য শপথ নিলে এই জোট দুইটি সংরক্ষিত আসন পাবে।

পোস্ট শেয়ার করুন

সংরক্ষিত আসনের ফরম বিক্রি করে আ.লীগের আয় সাড়ে ৪ কোটি টাকা

আপডেটের সময় : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯

 ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে গত চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫১০ টি। শুক্রবার শেষদিনে ফরম কিনেছেন ১২৫ জন মনোনয়ন প্রত্যাশী।

প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা হিসেবে গত চারদিনে ফরম বিক্রি বাবদ ক্ষমতাসীন দলের আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।

গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয় থেকে সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু হয়। শেষদিনও যথারীতি সকাল থেকে এই কার্যক্রম চলেছে। তবে অন্য দিনগুলোর তুলনায় এদিন ফরম সংগ্রহকারীদের ভিড় কম ছিল। ধানমণ্ডি কার্যালয় ও সংলগ্ন ভবনে আটটি বিভাগের জন্য স্থাপিত দুইটি বুথ থেকে ফরম কেনেন মনোনয়ন প্রত্যাশীরা।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানান, চারদিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৫১০ জন এবং জমা পড়েছে ১ হাজার ৪১৫ টি। ফরম আর বিক্রি করা হবে না। তবে রোববার পর্যন্ত ফরম জমা দিতে পারবেন সংগ্রহকারীরা।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ সদস্য নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিদ্যমান আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত মহিলা আসনের ৪৩টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হবেন। জাতীয় পার্টি আসন পাবে ৪টি। মহাজোটের অন্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের সবাই ৬টির কম আসন পাওয়ায় এককভাবে কেউ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে না। তবে জোটবদ্ধ হলে তারা একটি আসন পাবে। অন্যদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য শপথ নিলে এই জোট দুইটি সংরক্ষিত আসন পাবে।