সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে আমাদের ঈদের অঙ্গীকার
- আপডেটের সময় : ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ৫৩৪ টাইম ভিউ
সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে আমাদের ঈদের অঙ্গীকার
ঈদ হাসতে শিখায়,ঈদ ভালোবাসতে শিখায়,ত্যাগের মহিমা শেখায়,ঈদুল আযহা আমাদের শুধু আনন্দই দেয়না, আমাদের ত্যাগও শিখায় ।
আমরা যারা পরিবার পরিজন ছাড়া প্রবাসের নামে নির্বাসনে আছি, আমাদেরও হৃদয়ে রক্ত ক্ষরণ হয় প্রতিটি ঈদ যখন বাবা-মা, স্ত্রী -সন্তান এবং নাড়ি পোতা হাজীপুর ইউনিয়নের প্রতিটি এলাকার আত্মার আত্মীয় প্রিয়জনদের সাথে কৌশল বিনিময় করতে পারিনা এই ত্যাগ আমার মত সব প্রবাসীদেরই করতে হয় ।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।
স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য, পরস্পরকে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।
কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে আমাদের অঙ্গীকার ।
ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়।
কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য,
আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি ।
শেখ নিজামুর রহমান টিপু
সদস্য – মৌলভীবাজার জেলা যুবদল
সদস্য – বিএনপি আহবায়ক কমিটি কুয়েত ,
উপদেষ্টা- জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ , কুয়েত