শ্রীমঙ্গলে শিশু মুন্নী করোনাজয় করেছে
- আপডেটের সময় : ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৫৬৪ টাইম ভিউ
রাহিন চৌধুরী শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১০ বছরের শিশু মুন্নী করোনাজয় করেছে। সে এখন সম্পূর্ণ সুস্থ। আজ বুধবার (২৪ জুন) তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শিশুটির হাতে ছাড়পত্র তুলে দেন শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আবু নাহিদ।
আজ বুধবার মুন্নি ছাড়া আরও ২ জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৩৪ জন করোনা রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। আর এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে শ্রীমঙ্গলে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত রোগীর বয়স ৬০ বছর। তিনি উপজেলার মাজদিহি এলাকার বাসিন্দা।