শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

- আপডেটের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
- / ১০১৩ টাইম ভিউ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামে। নিহতের নাম শাহজাহান (২৬)। তিনি গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। শাহজাহান ঢাকা-সিলেট রুটের শ্যামলী পরিবহনের চালক। এ ঘটনায় বড় ভাই মো: আব্দুল কাদির (৩২) কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
এব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, সিন্দুরখান ইউনিয়নে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে দশটায় লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় আনা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। বড় ভাই শাহজাহানকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের ঘটনা স্বীকার করেছেন।
এব্যাপারে নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে একজনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।