ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট: প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • আপডেটের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ৩৮৭ টাইম ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটসহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন চা-শ্রমিকরা। আজ  ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন চা বাগান হতে চা-শ্রমিকরা দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে চৌমুহনা চত্ত্বরে অবস্থান নেয়। এসময় শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি উত্থাপন করে অবস্থান ধর্মঘটে ঘন্টাব্যাপী বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এতে চা শ্রমিকদের দৈনিক মুজুরী ১০২ টাকা হতে ২৬০ টাকায় উন্নীতকরণ ও ২ মাসের মুজুরীর সমান বোনাস প্রদানের দাবিসহ চা শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে মালিকপক্ষের সাথে নতুন চুক্তি সম্পাদন ও বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন তারা। পরে একটি দীর্ঘ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মিলিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে চা শ্রমিকরা বলেন- আমরা শ্রমিকরা সব সময়ই অবহেলিত। আমরা যে মজুরী পাই, তা দিয়ে আমাদের পরিবারের খরচ চালানো সম্ভব হয়না। এছাড়া বাজারে যেভাবে দ্রব্যমূল্য হু-হু করে বাড়ছে, সে হারে আমাদের চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি হচ্ছে না। আমরা এক বেলা খেলে আরেক বেলা ভাল করে খেতে পারি না।
চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা জানান, আমরা আমাদের ন্যায্য মজুরীর দাবিতে চা বাগান মালিক পক্ষের সাথে বারবার আলোচনায় বসেছি। কিন্তু মালিক পক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপন করে আমাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য গত ৬ অক্টোবর হতে আন্দোলনে নেমেছি। দুর্গা পূজার আগে যদি মালিকপক্ষ আমাদের সাথে নতুন চুক্তি সম্পাদন না করে, তাহলে সারাদেশে আমাদের আন্দোলন কঠোরভাবে চলছে এবং চলবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন- ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে আমাদের চুক্তির মেয়াদ শেষ হলেও অদ্যাবদি ২৩ মাস অতিক্রম করার পরও মালিকপক্ষ আমাদের সাথে নতুন চুক্তি সম্পাদন করছে না। মালিকপক্ষ আমাদের দাবি পূরণ না করে, তাহলে দেশের সকল চা বাগানে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে জানান তিনি।
এ ব্যাপারে চা বাগান মালিক পক্ষের হয়ে বাংলাদেশীয় চা সংসদ সিলেট শাখার সভাপতি গোলাম শিবলী জানান, দেশের চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে বিষয় বিবেচনা করে চা শ্রমিকদের দৈনিক মজুরী ১০২ টাকা হতে ১১০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে তারা এই প্রস্তাব গ্রহন করেন নি।

পোস্ট শেয়ার করুন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট: প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

আপডেটের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটসহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন চা-শ্রমিকরা। আজ  ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন চা বাগান হতে চা-শ্রমিকরা দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে চৌমুহনা চত্ত্বরে অবস্থান নেয়। এসময় শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি উত্থাপন করে অবস্থান ধর্মঘটে ঘন্টাব্যাপী বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এতে চা শ্রমিকদের দৈনিক মুজুরী ১০২ টাকা হতে ২৬০ টাকায় উন্নীতকরণ ও ২ মাসের মুজুরীর সমান বোনাস প্রদানের দাবিসহ চা শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে মালিকপক্ষের সাথে নতুন চুক্তি সম্পাদন ও বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন তারা। পরে একটি দীর্ঘ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মিলিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে চা শ্রমিকরা বলেন- আমরা শ্রমিকরা সব সময়ই অবহেলিত। আমরা যে মজুরী পাই, তা দিয়ে আমাদের পরিবারের খরচ চালানো সম্ভব হয়না। এছাড়া বাজারে যেভাবে দ্রব্যমূল্য হু-হু করে বাড়ছে, সে হারে আমাদের চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি হচ্ছে না। আমরা এক বেলা খেলে আরেক বেলা ভাল করে খেতে পারি না।
চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা জানান, আমরা আমাদের ন্যায্য মজুরীর দাবিতে চা বাগান মালিক পক্ষের সাথে বারবার আলোচনায় বসেছি। কিন্তু মালিক পক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপন করে আমাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য গত ৬ অক্টোবর হতে আন্দোলনে নেমেছি। দুর্গা পূজার আগে যদি মালিকপক্ষ আমাদের সাথে নতুন চুক্তি সম্পাদন না করে, তাহলে সারাদেশে আমাদের আন্দোলন কঠোরভাবে চলছে এবং চলবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন- ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে আমাদের চুক্তির মেয়াদ শেষ হলেও অদ্যাবদি ২৩ মাস অতিক্রম করার পরও মালিকপক্ষ আমাদের সাথে নতুন চুক্তি সম্পাদন করছে না। মালিকপক্ষ আমাদের দাবি পূরণ না করে, তাহলে দেশের সকল চা বাগানে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে জানান তিনি।
এ ব্যাপারে চা বাগান মালিক পক্ষের হয়ে বাংলাদেশীয় চা সংসদ সিলেট শাখার সভাপতি গোলাম শিবলী জানান, দেশের চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে বিষয় বিবেচনা করে চা শ্রমিকদের দৈনিক মজুরী ১০২ টাকা হতে ১১০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে তারা এই প্রস্তাব গ্রহন করেন নি।