ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
আপডেট :
মৌলভীবাজারে সংবর্ধিত মুসলিম কমিউনিটি আহবায়ক শায়খ নূরে আলম হামিদী মহান স্বাধীনতা দিবস ও রমাদান উপলক্ষ্যে সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পর্তুগাল বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইতালির ভেনিসে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির ষষ্ঠ বর্ষে পর্দাপন কেক কেটে উদযাপন ইতালির মিলানে ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোজাদারদের সম্মানে বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ প্রভিন্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত প্রায় ২৮ হাজার ৯০০ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্কুল শিক্ষিকা কে নির্যাতনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা স্বামী গ্রেফতার

শ্রীমঙ্গলের মেয়ে নিউইয়র্কের অভিনেত্রী

শেখ শফিকুর রহমান নিউইয়র্ক থেকে :
  • আপডেটের সময় : ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / ৪৭৭ টাইম ভিউ

শ্রীমঙ্গলের মেয়ে নিউইয়র্কের অভিনেত্রী
শেখ শফিকুর রহমান : সীতা সরকার বাংলাদেশের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাবা-মার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠেন। সেখানে তিনি কুইন্সের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-এ ভর্তি হন এবং ক্লাসিক্যাল ভারতীয় নৃত্যের প্রশিক্ষণ পান। যেমন: ভারতনাট্যম, কথক এবং মণিপুরী।
অভিনয়ের প্রতি ছিল তীব্র তার টান ও ভালবাসা। এ কারণেই ৯ বছর বয়সে অভিনয় জগতে জড়িয়ে পড়েন। তিনি স্কুল নাটকে অভিনয় শুরু করেন ১৫ বছর বয়সে। একপর্যায়ে সীতা যুব অনেস্টেজে ছাত্র হওয়ার জন্য অডিশন দিয়েছিলেন-কাস্টিলো থিয়েটারের বাড়িতে অল স্টার প্রকল্পের অভিনয় ও বিকাশ কর্মসূচিতে।
ক্যাস্তিলোতে তিনি কাস্টিলো থিয়েটারের শৈল্পিক পরিচালক ড্যান ফ্রেডম্যান রচিত ‘দান্ট পে’-তে (২৪ কথোপকথনে একটি প্রেমের গল্প) প্রধান ভূমিকাসহ অসংখ্য প্রযোজনায় হাজির হন। অতিরিক্ত হিসেবে, সিতা দুটি শব্দ লিখেছিলেন, ‘ওয়ার্ডস নেক্সট ডোর’ এবং ‘ব্রুজড’। দুটোই কাস্টিলোতে নির্মিত হয়েছিল। তাঁর লেখাগুলোও পোয়েটিক থিয়েটার প্রোডাকশনের সাথে মিলিত হয়েছে।
সীতা অল স্টার প্রজেক্টের মেধাবী অনুষদে যোগদান করেন এবং সেখানে তিনি ‘হু দ্য বস’ তারকা টনি ডানজার পাশাপাশি একজন শিক্ষণ শিল্পী হিসেবে স্বেচ্ছাসেবীর কাজ করেন। তিনি ব্রুকলিন, এনওয়াইয়ের পাবলিক স্কুলগুলোতে থিয়েটার শিক্ষণ শিল্পী হিসেবেও কাজ করেছেন এবং পুরো এনওয়াইসি জুড়ে প্রিয় থিয়েটার সংস্থাগুলোর সাথে নেপথ্যে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে : হারলেম রেপার্টারি থিয়েটার, অ্যালগনকুইন থিয়েটার এবং ভাইনইয়ড থিয়েটার।
একদিকে তিনি মঞ্চের প্রতি ভালবাসাকে লালন করতে থাকলেন, অন্যদিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেন কোম্পানির সিরিজ ক্যাবল নেটওয়ার্ক এমএসজি নেটওয়ার্কগুলোর সাথে ফ্রিল্যান্সিং শুরু করেন। এমএসজি নেটওয়ার্কগুলোর সাথে সরাসরি এবং স্টুডিও টিভি প্রযোজনায় কাজ করার সময় সীতার ব্যবসায়ের সেরা দল নিউইয়র্ক নিক্স সম্প্রচার দলসহ তিনটি নিউইয়র্ক এমি অ্যাওয়ার্ড অর্জন করার সৌভাগ্য হয়।
মঞ্চ ও টিভিতে তার স্নাতকোত্তর অর্জনের সময়, সীতা স্বাধীন চলচ্চিত্র সার্কিটে তার কেরিয়ার প্রতিষ্ঠা করছেন। চেজ মুরাতোরের লেখা এবং জামাল হজ পরিচালিত ‘অ্যা হ্যাপি ডিভোর্স’ (ট্রেলার) ছবিতে তাকে প্রধান চরিত্রে যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখা যাবে। ১৯ অফিসিয়াল ফিল্ম ফেস্টিভ্যাল সিলেকশনে ফিল্মটি দুটি সেরা অভিনেত্রীর পুরস্কারসহ ১১ টি পুরষ্কার অর্জন করেছে।
শিল্পী হিসেবে সীতা তার কাজের ভিতরে ও বাইরে সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় আত্মবিশ্বাসী। তিনি আশাবাদী একদিন এমন একটি পারফরম্যান্স এবং ভিজ্যুয়াল আর্টস সেন্টার তৈরি করা হবে যা যুবকদের সৃজনশীল আবেগ অনুসরণ করার জন্য একটি নিরাপদ স্থান হবে এবং তাদের সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার মূল্যবোধ প্রচার করবে।

পোস্ট শেয়ার করুন

শ্রীমঙ্গলের মেয়ে নিউইয়র্কের অভিনেত্রী

আপডেটের সময় : ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০

শ্রীমঙ্গলের মেয়ে নিউইয়র্কের অভিনেত্রী
শেখ শফিকুর রহমান : সীতা সরকার বাংলাদেশের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাবা-মার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠেন। সেখানে তিনি কুইন্সের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-এ ভর্তি হন এবং ক্লাসিক্যাল ভারতীয় নৃত্যের প্রশিক্ষণ পান। যেমন: ভারতনাট্যম, কথক এবং মণিপুরী।
অভিনয়ের প্রতি ছিল তীব্র তার টান ও ভালবাসা। এ কারণেই ৯ বছর বয়সে অভিনয় জগতে জড়িয়ে পড়েন। তিনি স্কুল নাটকে অভিনয় শুরু করেন ১৫ বছর বয়সে। একপর্যায়ে সীতা যুব অনেস্টেজে ছাত্র হওয়ার জন্য অডিশন দিয়েছিলেন-কাস্টিলো থিয়েটারের বাড়িতে অল স্টার প্রকল্পের অভিনয় ও বিকাশ কর্মসূচিতে।
ক্যাস্তিলোতে তিনি কাস্টিলো থিয়েটারের শৈল্পিক পরিচালক ড্যান ফ্রেডম্যান রচিত ‘দান্ট পে’-তে (২৪ কথোপকথনে একটি প্রেমের গল্প) প্রধান ভূমিকাসহ অসংখ্য প্রযোজনায় হাজির হন। অতিরিক্ত হিসেবে, সিতা দুটি শব্দ লিখেছিলেন, ‘ওয়ার্ডস নেক্সট ডোর’ এবং ‘ব্রুজড’। দুটোই কাস্টিলোতে নির্মিত হয়েছিল। তাঁর লেখাগুলোও পোয়েটিক থিয়েটার প্রোডাকশনের সাথে মিলিত হয়েছে।
সীতা অল স্টার প্রজেক্টের মেধাবী অনুষদে যোগদান করেন এবং সেখানে তিনি ‘হু দ্য বস’ তারকা টনি ডানজার পাশাপাশি একজন শিক্ষণ শিল্পী হিসেবে স্বেচ্ছাসেবীর কাজ করেন। তিনি ব্রুকলিন, এনওয়াইয়ের পাবলিক স্কুলগুলোতে থিয়েটার শিক্ষণ শিল্পী হিসেবেও কাজ করেছেন এবং পুরো এনওয়াইসি জুড়ে প্রিয় থিয়েটার সংস্থাগুলোর সাথে নেপথ্যে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে : হারলেম রেপার্টারি থিয়েটার, অ্যালগনকুইন থিয়েটার এবং ভাইনইয়ড থিয়েটার।
একদিকে তিনি মঞ্চের প্রতি ভালবাসাকে লালন করতে থাকলেন, অন্যদিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেন কোম্পানির সিরিজ ক্যাবল নেটওয়ার্ক এমএসজি নেটওয়ার্কগুলোর সাথে ফ্রিল্যান্সিং শুরু করেন। এমএসজি নেটওয়ার্কগুলোর সাথে সরাসরি এবং স্টুডিও টিভি প্রযোজনায় কাজ করার সময় সীতার ব্যবসায়ের সেরা দল নিউইয়র্ক নিক্স সম্প্রচার দলসহ তিনটি নিউইয়র্ক এমি অ্যাওয়ার্ড অর্জন করার সৌভাগ্য হয়।
মঞ্চ ও টিভিতে তার স্নাতকোত্তর অর্জনের সময়, সীতা স্বাধীন চলচ্চিত্র সার্কিটে তার কেরিয়ার প্রতিষ্ঠা করছেন। চেজ মুরাতোরের লেখা এবং জামাল হজ পরিচালিত ‘অ্যা হ্যাপি ডিভোর্স’ (ট্রেলার) ছবিতে তাকে প্রধান চরিত্রে যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখা যাবে। ১৯ অফিসিয়াল ফিল্ম ফেস্টিভ্যাল সিলেকশনে ফিল্মটি দুটি সেরা অভিনেত্রীর পুরস্কারসহ ১১ টি পুরষ্কার অর্জন করেছে।
শিল্পী হিসেবে সীতা তার কাজের ভিতরে ও বাইরে সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় আত্মবিশ্বাসী। তিনি আশাবাদী একদিন এমন একটি পারফরম্যান্স এবং ভিজ্যুয়াল আর্টস সেন্টার তৈরি করা হবে যা যুবকদের সৃজনশীল আবেগ অনুসরণ করার জন্য একটি নিরাপদ স্থান হবে এবং তাদের সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার মূল্যবোধ প্রচার করবে।