শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বদরুল আলম চৌধুরী

- আপডেটের সময় : ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ৩৪৮ টাইম ভিউ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বদরুল আলম চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ক্যালিফোর্নিয়া’র সভাপতি বদলরুল আলম চৌধুরী এক বিবৃতিতে রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পরিবর্তন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে বদরুল আলম চৌধুরী বলেন শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরির্বতন করলে ও দেশের কোটি বাঙালির হৃদয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে আছে। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের হিংসাত্মক মনোভাবের কারণে এমন নিচু কাজ করছে।