রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন
- আপডেটের সময় : ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ১২৪ টাইম ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং প্রবাস থেকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ইতালি রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন
ইতালি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করতে প্রবাস থেকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ইতালি রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দরা সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন কল্পে আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার সন্ধ্যায় তরপিনাত্তারা স্হানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় উপস্থিত সকল বিএনপি সমর্থক নেতৃবৃন্দদের সর্বসম্মতি ক্রমে ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল এর আংশিক কমিটি গঠিত হয়।
নবগঠিত আংশিক কমিটির নাম ঘোষণা করেন ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল।
নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে আরিফ আহমেদ আরিফিন, সহ সভাপতি আতিকুর রহমান আতিক, জুনেদ আহমেদ, সুমন আহমেদ, কয়েছ আহমেদ, সোমেল চৌধুরী, সাধারণ সম্পাদক খোকন আহমেদ, সহ সাধারণ সম্পাদক শামীম খান, মারুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর নাম ঘোষণা করা হয়। এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে আহবান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় সিলেট বিভাগ বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির উপদেষ্টা ফজলুর রহমান, রানা খান, সভাপতি শাকিল আহমেদ গেন্দু, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, মুসলিম মিয়া, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।