রেজা চেয়ারম্যান, অভি মহাসচিব ও মুস্তাকিম কে সাংগঠনিক করে বন্ধন সোসাইটি কাউন্সিল সম্পন্ন
- আপডেটের সময় : ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ৫৫৯ টাইম ভিউ
কুলাউড়া উপজেলায় অসংখ্য সংগঠন আছে,কিন্তু কোনো সংগঠন নেই কোনো প্রার্থীর নাম প্রকাশ না করেই সরাসরি কাউন্সিলের নির্বাচন কমিশনগণ যাদের নমিনেইট করবে শুধুমাত্র তখনই স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কর্মিরা ভোট দিয়ে তাদের দায়িত্বশীল নির্বাচন করবে। এমন কি যাদের নাম প্রতিযোগিতায় এসেছে তারা নিজের জন্য প্রচারের সময়ও ছিলো না ।
গতকাল বন্ধন সোসাইটি হাজীপুর স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কর্মিরা ভোট দিয়ে তাদের দায়িত্বশীল নির্বাচন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা ইউনিয়নের মধ্যে অনুকরণ এবং অনুসরণীয় হয়ে থাকবে।
” আগামীর প্রত্যাশা” এই স্লোগান কে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আরো গতিশীল করতে বন্ধন সোসাইটির দ্বি-বার্ষিক কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার( ৯ সেপ্টেম্বর ) কুলাউড়া উপজেলাধীন হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বন্ধন সোসাইটির ২য় অধিবেশনের মধ্য দিয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিল(নির্বাচন) প্রস্তুতি কমিটিতে শেখ নিজামুর রহমান টিপু কে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে ছিলেন অধ্যক্ষ আব্দুল মুহিত.নাদির আহমেদ মাষ্টার.ইন্জিনিয়ার এমদাদুর রহমান ও জোবায়ের আহমেদ জুবেল ।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ রেজা খাঁন বেহেশতীর সভাপতিত্বে এবং মহাসচিব নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোতাহের মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ এম এ মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ দিগন্ত অনলাইন এর সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু , কুলাউড়ার প্রাচীনতম সংগঠন জাতীয় তরুণ সংঘের সহ-সভাপতি শফিক মিয়া আফিয়ান, বন্ধন সোসাইটি হাজীপুরের উপদেষ্টা হাজী মোঃ সাইফুদ্দিন, নাদির আহমদ, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান, জুবায়ের আহমদ জুবেল, সায়ফুল ইসলাম প্রমুখ৷
সংগঠনের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাছিব আহমদ, আব্দুল সামাদ তানভীর, রায়হান আহমদ ইমন, রেদওয়ান অভি, মুস্তাকিম আহমদ, তানমভীর হোসাইন বাবলু, আল আমিন, সাইফুর রহমান সুজন, আব্দুল মুয়ীদ, জিহাদুল ইসলাম, রায়হান আহমেদ ইমন, রিমন আহমদ, কয়ছর আহমদ, ফারজান আহমদ, শিপ্লু দেবনাথ, সাকিব আহমদ, সিংকু পাল, মামুনুর রশিদ, শহীদ আলী, রোহেনা আক্তার, রায়হান আহমদ, মদরিছ আলী, আরিফুর রহমান আলিক, ইনামুল হক, মাহমুূদা জান্নাত মাহা, জুমা বেগম, খালেদ আহমদ, হাসান আহমদ, মোজাহিদ আলী, সালমান আহমদ প্রমুখ।
কর্মী সম্মেলন শেষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে গোপন ভোটের মাধ্যমে সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ নিজামুর রহমান টিপু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ এম এ মুহিত, নাদির আহমদ, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান এবং জুবায়ের আহমদ জুবেল।
প্রথম অধিবেশন শেষে বেলা চারটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে সরাসরি ভোটে চেয়ারম্যান পদে পুনরায় মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, মহাসচিব পদে রেদওয়ানুল তালুকদার অভি এবং সাংগঠনিক সচিব পদে মুস্তাকিম আহমদ চৌধুরী নির্বাচিত বলে ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ নিজামুর রহমান টিপু ।