আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয়
১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা
ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন
ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা
দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত
কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন
কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব
যোগ্যতাহীন ব্যাক্তিকে কুয়েত কেন্দ্রীয় বি এন পি’র নেতৃত্বে দিলে তা মেনে নেওয়া হবে না

কুয়েত :
- আপডেটের সময় : ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
- / ৩০৩০ টাইম ভিউ
গত ১০ মে কুয়েত কেন্দ্রীয় বি এন পি’র ঐক্যবদ্ধ কমিটি গঠন কল্প নিয়ে আসেন বি এন পি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি তারেক রহমান এর আস্থাভাজন সৌদি বি এন পি’র সভাপতি কার্যনির্বাহী কমিটির সদস্য আহম্মেদ আলী মুকিব ।
আহম্মেদ আলী মুকিবের ডাকে সারা দিয়ে মূল কমিটি থেকে বের হয়ে যাওয়া তিন অংশে বিভক্ত দের নিয়ে শুরু করেন একের পর এক তিন দিনের আলোচনা এবং ফলপ্রসূ হন তাদের আসস্হ করেন সুন্দর এবং যোগ্য একটি কমিটি উপহার দিবেন। আহম্মেদ আলী মুকিব বলেন নিজের নাক কেঠে অন্যর উপকার করতে আসবেন না , এমন কোন কাজ করা উচিত না .যেনো আওয়ামীলীগ আমাদের ক্ষতি করতে পারে ।
সেই থেকেই শুরু উৎসব মূখর আমেজে চলছে গ্রুপে গ্রুপে মধ্যরাত পর্যন্ত আলোচনা মতবিনিময় সভা ।
তারই ধারাবাহিকতায় ঐক্যবদ্ধভাবে পালন করা হয় শহীদ জিয়ার শাহদাৎ বার্ষিকী ইফতার ও দোয়া মাহফিল ,কিন্তু বাধসাধে মওদুদ আহমেদ বাডি্র উচ্ছেদ এর প্রতিবাদ সভার আয়োজন করা নিয়ে বি এন পি’র সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন ও সাধারন সম্পাদক প্রকৌশলী কাজী মন্জুরুল আলম নিজ থেকে সেলফোনে আহবান জানান অপর দুই অংশ কে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য .এক অংশ আসবে বলে নিরবতা পালন করলেও অপর অংশ পাশের একটি হোটেল নতুন আবির্ভাবে একটি অংগসংগঠনের ব্যানার করেন একই অনুষ্টান ।

সভাপতি আশরাফ ও সাধারন সম্পাদক কাজী মন্জু কে বলেন আপনাদের ব্যার্থতার কারনেই এমনটি হয়েছে।একটি রুপরেখা গঠন করে কেনো দেননি জনাব আহম্মেদ আলী মুকিব সাহেব কে।সভাপতি ও সাধারন সম্পাদক অকপটে স্বীকার করেন তা তাদের ব্যার্থত এবং অবশ্যই তা উচিত ছিলো ।
বক্তব্য রাখেন সহসভাপতি নুরুল ইসলাম মাষ্টার. সহসভাপতি সোয়েব আহমেদ .সহসভাপতি মাঈন উদ্দিন.যুগ্মসম্পাদক আক্তারুজামান. সাংগঠনিক সম্পাদক মায়মুন আহমেদ.সহ সাংগঠনিক তোহা মিলন. প্রচার সম্পাদক খোকন আহমেদ.মহানগর বি এন পি’র সভাপতি মোস্তফা আহমেদ . কেন্দ্রীয় বি এন পির সদস্য আনসারী সহ বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দরা । বক্তারা বলেন যদি কুয়েত কেন্দ্রীয় বি এন পি’র কমিটিতে অযোগ্য কাউকে চাপিয়ে দেওয়া হয়. তাহলে সেই কমিটিকে প্রত্যাকান করা হবে বলে হুসিয়ারী দেন নেতা কর্মিরা ।