যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইতালি আওয়ামী যুবলীগ মনফালকনে গরিঝিয়া শাখা
- আপডেটের সময় : ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ৪৩০ টাইম ভিউ
যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইতালি আওয়ামী যুবলীগ মনফালকনে গরিঝিয়া শাখা
ইতালি প্রতিনিধি
ইতালি মনফালকনে গরিঝিয়া শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ ১৪ নভেম্বর সকাল ১১ ঘটিকায় সময়, আওয়ামী যুবলীগ মনফালকনে গরিঝিয়া শাখার যুগ্ম আহবায়ক এম, ডি আব্দুর রাফিক লিটন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মামুন আল রশিদ ও সুজন ফকির এর যৌথ পরিচালনায়,বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য মজনু দেওয়ান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন
কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার মোঃ জাহাঙ্গীর আলম (সোহাগ) ,
ইতালি আওয়ামীলীগ নেতা মো: সারোয়ার কাউসার (সবুজ) ,কমিটির সদস্য তাপস মিয়া, জহিরুল ইসলাম (জনি), মাহবুব, শফিউল ইসলাম
প্রমুখ।এই সময় মজনু দেওয়ান বলেন- বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠন হিসাবে সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বিপদ-আপদে আস্থার সংগঠনে পরিণত হয়েছে। সাবেক আইন বিষয়ক সম্পাদক আওয়ামী যুবলীগ ইতালির মো:জাহাঙ্গীর আলম (সোহাগ) আজ নব গঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আলোচনা সভায় আর বক্তব্য রাখেন ইতালি মনফালকনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।