ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

যুবলীগের সংঘর্ষে কাঁচের বোতলে,পথচারী নিহত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • / ২৮৪ টাইম ভিউ

এলাকায় প্রভাব আর মাদক ব্যবসাকে কেন্দ্র করে চাঁদপুরের পুরানবাজারে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার রাতে (২৯ জুন) মধ্য শ্রীরামদী এবং পাশের মেরকাটিজ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনন্ত ১০ জন আহত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই দফায় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এসময় ঘটনাস্থল দিয়ে বাড়ি ফেরার পথে তাজুল ইসলামের ছেলে শামীম গাজী (২৫) নামে এক পথচারী গুরুতর আহত হন।
সে চাঁদপুর শহরে গ্র্যান্ড হিলশা নামে একটি আবাসিক হোটেলর কর্মচারী ছিলেন। প্রথমে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় আনা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের সঙ্গে পাশের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুরানবাজারের মধ্য শ্রীরামদী এবং মেরকাটিজ সড়ক এলাকায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। এসময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুরও করা হয়। এসময় অনন্ত ১০ জন আহত হন। এ সময় শামীমও আহত হন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মূলত মাদক ব্যবসা এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন পরপর এমন সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. নাসিমউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পোস্ট শেয়ার করুন

যুবলীগের সংঘর্ষে কাঁচের বোতলে,পথচারী নিহত

আপডেটের সময় : ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০

এলাকায় প্রভাব আর মাদক ব্যবসাকে কেন্দ্র করে চাঁদপুরের পুরানবাজারে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার রাতে (২৯ জুন) মধ্য শ্রীরামদী এবং পাশের মেরকাটিজ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনন্ত ১০ জন আহত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই দফায় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এসময় ঘটনাস্থল দিয়ে বাড়ি ফেরার পথে তাজুল ইসলামের ছেলে শামীম গাজী (২৫) নামে এক পথচারী গুরুতর আহত হন।
সে চাঁদপুর শহরে গ্র্যান্ড হিলশা নামে একটি আবাসিক হোটেলর কর্মচারী ছিলেন। প্রথমে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় আনা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের সঙ্গে পাশের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুরানবাজারের মধ্য শ্রীরামদী এবং মেরকাটিজ সড়ক এলাকায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। এসময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুরও করা হয়। এসময় অনন্ত ১০ জন আহত হন। এ সময় শামীমও আহত হন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মূলত মাদক ব্যবসা এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন পরপর এমন সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. নাসিমউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।