যুবদল বাহরাইন আহবায়ক কমিটির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- আপডেটের সময় : ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৩১০ টাইম ভিউ
যুবদল বাহরাইন আহবায়ক কমিটির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান
বিসমিল্লাহির রাহমানির রাহিম যুবদল বাহরাইন আহবায়ক কমিটির উদ্যোগে দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাহরাইনের রাজধানী মানামায় জারিয়া রেস্টুরেন্টে। সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক হাসানুল হক চুন্নুর সভাপতিত্বে সদস্য সচিব দিদারুল আলম সোহাগ ও যুগ্ন আহবায়ক লিমন আহমেদের যৌথ সঞ্চালনায় প্রথমেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন যুবদল বাহরাইন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, মুস্তাফিজুর রহমান জুয়েল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন কচি, গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় শ্রমিক দলের সদ্য সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ বাহরাইনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম শফিক,যুবদল বাহরাইন আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক যুবরাজ সালমান, সম্মানিত সদস্য আমির হোসেন, মানামা মহানগর যুবদলের আহবায়ক আবুল কালাম রাজ ,সদস্য সচিব আমির হামজা, জান্নুসান শাখা যুব দলের আহবায়ক শাহনেওয়াজ সদস্য সচিব ফয়সাল আহমেদ, রিফা শাখা যুব দলের আহবায়ক আব্দুল করিম তালুকদার সদস্য সচিব মীর জাহান, সম্মানিত সদস্য জাবেদ আহমেদ, জুবায়ের আহমেদ এবং বাহরাইনে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,অনলাইন প্রিন্ট মিডিয়া ,জাতীয় টিভি চ্যানেল এন টিভির সিনিয়র সাংবাদিক সৈয়দ মামুন হোসেন।উক্ত দোয়া মাহফিলে সকল নেতৃবৃন্দ দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা এবং দেশের চলমান আন্দোলনের নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।