যুক্তরাজ্যের আন্তর্জাতিক কেক প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশি তাসনুতা
- আপডেটের সময় : ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
- / ১২২৪ টাইম ভিউ
বাংলাদেশী বৌ’ কেক বানিয়ে যুক্তরাজ্যের ‘কেক ইন্টারন্যাশনাল বার্মিংহাম’ প্রতিযোগিতায় ব্রোঞ্চ পদক জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তাসনুতা আলম অভি।
গত ৩-৫ নভেম্বর ২০১৭, ন্যাশনাল এক্সিবিশন সেন্টার বার্মিংহামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন পুরো ইংল্যান্ডসহ পৃথিবীর নানা প্রান্তের মানুষ। প্রায় ১৫০০ জন প্রতিযোগী ছিলেন। কিন্তু তাদের চাপিয়ে এ প্রতিযোগিতায় ক্লাস এন স্মল ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতে নিয়েছেন বাংলাদেশের তাসনুতা। আর তার ‘বাংলাদেশি বৌ’ কেকটি পেয়েছে সকলের প্রশংসা। এরইমধ্যে ইউকেতে ‘কেক ইন্সট্রাকটর’ হিসেবে যোগদান করার অফারও পেয়েছেন তিনি।
এরকম একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতে বেশ উচ্ছ্বসিত তাসনুতা। এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘প্রথমবারই এ রকম প্রতিযোগিতায় অংশ নিলাম। অংশ নিয়েই ব্রোঞ্জ জেতায় খুব খুশি লাগছে। কেক বানাতে পছন্দ করি ছোটবেলা থেকেই।
পছন্দের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের। ব্যক্তিগত অর্জনের সঙ্গে দেশের সম্মান বাড়াতে পেরে খুব ভালো লাগছে। এই পদক আরও ভালোভাবে কেক বানাতে উৎসাহিত করবে। ’
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে স্বামী ও এক সন্তান নিয়ে ইংল্যান্ড বসবাস করে আসছেন তাসনুতা।