মৌলভীবাজার-০২ কুলাউড়ায় মহাজোটের নৌকার সমর্থনে বাঘেরটেকি মাঠে বিশাল জনসভা
- আপডেটের সময় : ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ১৩০৪ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে মহাজোট মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের নৌকা প্রতিকের সমর্থনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কয়েক সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হাজীপুর ইউনিয়নের (বাঘেরটেকি) কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সভায় হাজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ মবশ্বির আলীর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাজোটের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা সুমি, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল আহাদ, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাংগঠনিক সম্পদক ফজলুল হক ফজলু, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হাসান, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। দেশ আজ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। সিলেটের জনসভায় জননেত্রী শেখ হাসিনা এমএম শাহীনকে নৌকা মার্কায় বিজয়ী করার আহবান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করবো ইনশাআল¬াহ। দেশে দুই শ্রেণির শক্তি আছে। একটি স্বাধীনতার পক্ষের শক্তি, অপরটি হলো স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাই স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকল ভোটারদের প্রতি আহবান জানান।
এম এম শাহীন বক্তব্যে সবাইকে নৌকা প্রতিকে আস্থা রাখার অনুরোধ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে যে ঋণী করলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দিয়ে আমি আমার সেই ঋণ শোধ করবো। নির্বাচিত হলে কুলাউড়ার মানুষের ভাগ্যের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। দল-মতের উর্ধ্বে উঠে আমি কুলাউড়ার মানুষের উন্নয়নে একজন সেবক হয়ে কাজ করে যেতে চাই। আমি জাতীয় নেতা হতে চাইনা। আমি দাফন-কাফনের নেতা হতে চাই। আপনাদের সকলকেই নিয়ে আমার আগামী পথচলা। সেই পথচলায় আপনারা আমার সহযাত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুহিত, আওয়ামীলীগ নেতা হাসান ওয়াহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণি বডির সভাপতি রেজাউর রহমান কয়ছর, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখশ, সদস্য মোঃ আব্দুল বারী, আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী ফটিক ও মোঃ সমুজ আলী, জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আব্দুল কাদির, কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী ছোহেল, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ রবি মলি¬ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকবাল হোসেন রিজন, মহি উদ্দীন রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু, কুলাউড়া উপজেলা প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদ, , উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, রুকন বখসসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালক কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফি আহমদ সলমান বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করতে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। এম এম শাহীনের নৌকা প্রতিকের সমর্থনে কুলাউড়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভা এক জনসমুদ্রে রুপ নেয়।