মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
- আপডেটের সময় : ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ৪১২ টাইম ভিউ
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে জমা দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। অপর দিকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, যাছাই বাছাই আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রত্যাহার, চুড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্ধ ৩ অক্টোবর এবং ভোট গ্রহন ২০ অক্টোবর মোট ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।
মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৪ জন ভোটার রয়েছেন।
উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান গত ১৮ আগষ্ট মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়। ১৪ সেপ্টম্বর নির্বাচন কমিশন আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।#