মৌলভীবাজার জেলা জমিয়তের কাউন্সিল সামনে রেখে প্রস্তুতি সভা সম্পন্ন | দেশদিগন্ত
- আপডেটের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৪১৪ টাইম ভিউ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিলকে সামনে জেলা জমিয়তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জামেয়া রাহমানিয়া মাদরাসা মিলনায়তনে জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারীর পরিচালনায় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি ও ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শেখ নুরে আলম হামিদী।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা আব্দুল মালিক রুপষপুরী, জেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শরফ উদ্দীন মেলাগড়ী, জেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কারী শামসুল হক।
উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদিস মাওলানা খায়রুল ইসলাম বড়লেখী, সহ সভাপতি মাওলানা রমিজ উদ্দীন, মাওলানা জয়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহতাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ময়নুল হক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, মাওলানা ইমাম উদ্দীন, সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন, মাওলানা নেজাম উদ্দীন, পৌর জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শাহ মাহমুদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মুফতি জামিল কাসেমী, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সদস্য মাওলানা রিয়াজ উদ্দীন, মাওলানা সাজ্জাদুর রহমান কাসেমী, জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা মাহদী হাসান কামাল, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আলআমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমুখ।
সভায় কাউন্সিলকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা ও সীদ্ধান্ত গৃহিত হয়।