মৌলভীবাজার এসোসিয়েশন, টরন্টো, কানাডার অর্থায়নে কুলাউড়ার হাজীপুর ও শরীফপুরে ঈদ সামগ্রী বিতরণ।
- আপডেটের সময় : ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
- / ৮৬৬ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার এসোসিয়েশন টরন্টো কানাডার অর্থায়নে ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার সার্বিক তত্তাবধানে কানাডা থেকে প্রকাশিত জালালাবাদ বার্তার সহযোগিতায় হাজীপুর,শরীফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১০ আগষ্ট সকাল ১১টায় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কুলাউড়ার ট্রাষ্টি বোর্ডের কো-চেয়ারম্যান রেজাউর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির প্রচার সম্পাদক ছয়ফুল আলম সাইফুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার সভাপতি মেজর (অবঃ) নূরুল মান্নান চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হাজীপুর সোসাইটি কুলাউড়ার সহ সভাপতি মোঃ জদিদ হায়দায় চৌধুরী, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ, হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গাজী জাবের আহমদ, হাজীপুর সোসাইটি কুলাউড়ার অর্থ সম্পাদক এ কে সামছু, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের সাংগঠনিক সম্সপাদক রবিউল হাসান, আব্দুর রহমান বাবুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।