মৌলভীবাজারে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
- আপডেটের সময় : ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ৩৮৭ টাইম ভিউ
মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কসহ জেলার সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামতের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর)দুপুরে মৌলভীবাজার শহরেরর চৌমুহনায় ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের’ আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমনের পরিচালনায় ও জিতু তালুকদারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা শ. ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব উপদেষ্টা মৌসুফ এ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি বেলাল তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবিলম্বে জেলার সকল রাস্তার চলমান কাজগুলো সমাধান না করলে সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারি দেন।