আপডেট

x


মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার ও ব্যবসায়ীদের বিরোধ নিষ্পত্তি

মঙ্গলবার, ০৪ জুন ২০১৯ | ১২:৩২ পূর্বাহ্ণ | 290 বার

মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার ও ব্যবসায়ীদের বিরোধ নিষ্পত্তি

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানে বিলাস ডিপার্টমেন্ট ষ্টোরে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ এর নেতৃত্বে সোমবার ৩ জুন এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক, ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ আল আমিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী ফোরাম এর সদস্যবৃন্দ এবং চেম্বার অফ কমার্স এর সদস্যবৃন্দসহ বিলাস ডিপার্টমেন্ট ষ্টোরের সত্ত্বাধিকারী সোহাদ আহমদ। ৩০ মে তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসাবে আইন লঙ্ঘনের দায়ে এম সাইফুর রহমান রোডে অবস্থিত বিলাস ডিপার্টমেন্ট ষ্টোরকে আরোপিত বকেয়া জরিমানা ৫০ হাজার টাকা পরিশোধ ও ঘটে যাওয়া ঘটনার জন্য বিলাস ডিপার্টমেন্ট ষ্টোরের সত্ত্বাধিকারী সোহাদ আহমদ ও প্রাইম মাষ্টার টেইলার্সের সত্ত্বাধিকারী রাফাদ চৌধুরী দূঃখ ও ক্ষমা প্রার্থনা করেন।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com