মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজার গাছসহ ১ জন আটক

- আপডেটের সময় : ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ৩৮৬ টাইম ভিউ
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে ১৬ টি গাঁজার গাছসহ ওয়াইত মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে শুক্রবার দিবাগত রাত ১টায় আটক করেছে পুলিশ। সে বালিগাঁও গ্রামের রুপা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গাঁজার ১৬টি গাছসহ আটক করে। কমলগঞ্জ থানা পুলিশ শনিবার বিকালে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেছে।