মারা গেলেন প্রণব মুখার্জি
- আপডেটের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ৬২৯ টাইম ভিউ
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার বিকেলে স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।
সাবেক এ রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন।
প্রয়াত প্রণব মুখার্জির বয়স হয়েছিল ৮৪ বছর।
চিকিৎসকরা জানিয়েছেন, রোববারের চেয়ে আজ সোমবার তার শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ ছিল। তিনি গভীর কোমায় ছিলেন।
সেনা হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, ফুসফুস সংক্রমণের জেরে তার সেপটিক শক দেখা দিয়েছিল। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা ব্যাপক চেষ্টা চালিয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি।
গত তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখার্জি। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই ছিলেন তিনি।#