ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ৪৭২ টাইম ভিউ

ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি

কানাডার টরেন্টোতে বিয়ে খেতে গেলেও শেষপর্যন্ত বিয়েতে যেতে পারেন নি ৪২ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাসপোর্ট চেকিং ইউনিটের কর্মকর্তাদের হাতে ধরা পড়ে তাদের কানাডার স্বপ্ন ভেস্তে গেছে। কারণ, ওই ব্যক্তিরা কানাডার ভুয়া কাগজপত্র নিয়ে কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ভুয়া কাগজপত্র নিয়ে অভিযুক্ত ব্যাক্তিরা গত ৬ নভেম্বর সিলেট থেকে ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠেন। তাদের ৭ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট শেষে টরন্টোগামী বিমানের বিজি ৩০৫ ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু, কানাডায় হোটেল বুকিংসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেন কর্মকর্তারা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা সবাই একই আমন্ত্রণপত্র ও জাল কাগজপত্র দিয়ে কানাডার ভিসা নিয়েছিলেন। বিষয়টি নিয়ে সিলেট ও টরন্টোতে বাংলাদেশি সোসাইটিতে তোলপাড় চলছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ঢাকার একাধিক সূত্রে জানা গেছে, টরন্টো ও সিলেটের একটি সিন্ডিকেট ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা বের করে দেয়। সূত্র জানায়, এই সিন্ডিকেটের সদস্যরা কানাডা যেতে আগ্রহী সিলেটের শতাধিক ব্যক্তি ও পরিবারের সঙ্গে চুক্তি করে।
সূত্রটি আরো জানায়, সিন্ডিকেট তারা এই লোকদের নামে টরন্টোতে একটি কাল্পনিক বিয়ের আমন্ত্রণ পত্র তৈরি করে। একই সময়ে সমস্ত প্রয়োজনীয় নথি জাল এবং আলাদাভাবে ভিসার জন্য আবেদন করেন।
যেভাবে কাজ করে চক্রটি
সূত্র জানায়, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা পাইয়ে দেয়া এই চক্রটি কাল্পনিক বিয়েতে কনের বাবা কিছু লোককে আমন্ত্রণ জানায়, কনের মা কয়েকজনকে আমন্ত্রণ জানায়, কনের ভাই এবং চাচা কয়েকজনকে আমন্ত্রণ জানায়। এমনকি নববধূ নিজেও কিছু লোককে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এভাবেই তারা কাজ করে। যদিও, টরন্টোর একাধিক সূত্র বলছে, আমন্ত্রণ অনুযায়ী এমন কোনো বিয়ের অনুষ্ঠান নেই। জাল বিয়ের কার্ড ছাপা হয়েছে। মূলত চুক্তিতে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের কানাডায় নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে, বিষয়টি চাউর হবার পর থেকে কানাডা এবং বাংলাদেশ দুই দেশেই তুমুল আলোচনা হচ্ছে। সচেতন মহল বলছেন, বিদেশগামী মানুষদের নিয়ে এখন নানা ধরনের ব্যবসার ফাঁদ পাতা আছে দেশে। এগুলোর বিষয়ে প্রশাসনের সরব হওয়া প্রয়োজন।

C

পোস্ট শেয়ার করুন

ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি

আপডেটের সময় : ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি

কানাডার টরেন্টোতে বিয়ে খেতে গেলেও শেষপর্যন্ত বিয়েতে যেতে পারেন নি ৪২ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাসপোর্ট চেকিং ইউনিটের কর্মকর্তাদের হাতে ধরা পড়ে তাদের কানাডার স্বপ্ন ভেস্তে গেছে। কারণ, ওই ব্যক্তিরা কানাডার ভুয়া কাগজপত্র নিয়ে কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ভুয়া কাগজপত্র নিয়ে অভিযুক্ত ব্যাক্তিরা গত ৬ নভেম্বর সিলেট থেকে ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠেন। তাদের ৭ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট শেষে টরন্টোগামী বিমানের বিজি ৩০৫ ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু, কানাডায় হোটেল বুকিংসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেন কর্মকর্তারা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা সবাই একই আমন্ত্রণপত্র ও জাল কাগজপত্র দিয়ে কানাডার ভিসা নিয়েছিলেন। বিষয়টি নিয়ে সিলেট ও টরন্টোতে বাংলাদেশি সোসাইটিতে তোলপাড় চলছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ঢাকার একাধিক সূত্রে জানা গেছে, টরন্টো ও সিলেটের একটি সিন্ডিকেট ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা বের করে দেয়। সূত্র জানায়, এই সিন্ডিকেটের সদস্যরা কানাডা যেতে আগ্রহী সিলেটের শতাধিক ব্যক্তি ও পরিবারের সঙ্গে চুক্তি করে।
সূত্রটি আরো জানায়, সিন্ডিকেট তারা এই লোকদের নামে টরন্টোতে একটি কাল্পনিক বিয়ের আমন্ত্রণ পত্র তৈরি করে। একই সময়ে সমস্ত প্রয়োজনীয় নথি জাল এবং আলাদাভাবে ভিসার জন্য আবেদন করেন।
যেভাবে কাজ করে চক্রটি
সূত্র জানায়, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা পাইয়ে দেয়া এই চক্রটি কাল্পনিক বিয়েতে কনের বাবা কিছু লোককে আমন্ত্রণ জানায়, কনের মা কয়েকজনকে আমন্ত্রণ জানায়, কনের ভাই এবং চাচা কয়েকজনকে আমন্ত্রণ জানায়। এমনকি নববধূ নিজেও কিছু লোককে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এভাবেই তারা কাজ করে। যদিও, টরন্টোর একাধিক সূত্র বলছে, আমন্ত্রণ অনুযায়ী এমন কোনো বিয়ের অনুষ্ঠান নেই। জাল বিয়ের কার্ড ছাপা হয়েছে। মূলত চুক্তিতে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের কানাডায় নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে, বিষয়টি চাউর হবার পর থেকে কানাডা এবং বাংলাদেশ দুই দেশেই তুমুল আলোচনা হচ্ছে। সচেতন মহল বলছেন, বিদেশগামী মানুষদের নিয়ে এখন নানা ধরনের ব্যবসার ফাঁদ পাতা আছে দেশে। এগুলোর বিষয়ে প্রশাসনের সরব হওয়া প্রয়োজন।

C