ভাটেরায় দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেটের সময় : ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
- / ৫৮৮ টাইম ভিউ
নাজমুল বারী সোহেল ঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ এম এ কাদের আল হাসান বলেছেন, সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের মুখ্য ভুমিকা পালন করতে হবে। আজকের ছাত্র-ছাত্রীদের আগামীদিনে এদেশের দায়িত্ব গ্রহণ করতে হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশের লক্ষে এগিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্নে সমাজ দেশ ও জাতির কল্যানে নিহিত থাকে। তিনি আজ ১৯ জুন ( বৃহস্পতিবার ) কুলাউড়া উপজেলার ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা তালামীযের উদ্যোগে মাদ্রাসার কনফারেন্স হলে আয়োজিত দাখিল পরিক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ ফয়জুর রহমান সাহেব।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জনাব মোঃ আবুল হোসেন, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট প্রিন্সিপাল জনাব মোঃ দুলাল মিয়া,মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি জনাব বদরুল আলম সিদ্দিকী নানু মাদরাসা তালামীযের সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার প্রচার সম্পাদক সাইফুল্লাহ তালুকদার লকুস,সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন শাখার প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী,কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাসান শাকিল,ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ সাইফুর রহমান, সিনিয়র প্রভাষক মাওলানা সানাউল্লাহ উসমানী,সহকারী শিক্ষক ও ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা রেহান আহমদ। বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার সভাপতি নাইম হোসেন,সহ সভাপতি হাফিজ বাবলু আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সহ সাধারণ সম্পাদক ও মাদরাসা শাখার সাবেক সভাপতি শাহ আব্দুল মজিদ রাশেদ,প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেজু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ রাহিব আহমদ,ইসলামি সংগিত পরিবেষণ করেন হাফিজ শাহ তাকদিরুল ইসলাম আমজাদ, কৃতি শিক্ষার্থীদের পক্ষথেকে বক্তব্য রাখেন শেখ আবু হাসান।