ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

বড়লেখা-বিয়ানীবাজারের সংযোগস্থলে বসলো নূতন সাপ্তাহিক হাট

বড়লেখা প্রতিনিধি:
  • আপডেটের সময় : ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / ৩৯৪ টাইম ভিউ

আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর তীরে ‘সোনাই নওয়া বাজার’ নামে নতুন একটি হাট বসানো হয়েছে। বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার সংযোগস্থল এটি বসানো হয়।

সোনাই নদীর তীর সংলগ্ন আতুয়া ও নয়াগ্রাম এলাকার বাসিন্দাদের উদ্যোগে সোমবার বিকেলে থেকে নতুন এ হাট যাত্রা শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাটবাজার বসবে। এছাড়া অন্যান্য দিন বিকেলে সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বসবে।

জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ও বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখতে একটি সাপ্তাহিক হাটবাজার স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এবং বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম এলাকাবাসীর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলার সংযোগ স্থল আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। হাটবাজারের জন্য ভূমি দান করেন আব্দুর রহমান লুকুছ। এরই প্রেক্ষিতে বাজার ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। পরে বাজারের নামকরণ দেয়া হয় ‘সোনাই নওয়াবাজার’।

বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা সেলিম উদ্দিন জানান, শাহবাজপুর ও মুড়িয়া ইউনিয়নের লোকজন মিলে সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক একটি হাট বাজার বসানোর উদ্যোগ নিয়েছি।

সোমবার থেকে হাটে কৃষিপণ্য বেচাকেনা শুরু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন হবে। সোনাই নওয়া বাজারকে ঘিরে দুই উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান আরো সুদৃঢ় হবে। পাশাপাশি উভয় এলাকার মানুষ অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন আহমদ জানান, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এই বাজার ভূমিকা রাখবে। আতুয়া-নয়াগ্রাম সেতু নির্মাণের পিছনে মূলত যোগাযোগ বৃদ্ধি কল্পে ব্যবসার প্রসার ঘটানোই ছিলো আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল হয়েছে।

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান জানান, সোনাই নওয়া বাজারটি চালু হওয়ায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের এবং মুড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ বেশি উপকৃত হয়েছেন। স্থানীয় লোকজন সহজে হাট থেকে নিত্যপ্রয়োজনী জিনিস কিনতে পারবেন। এছাড়া স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।#

পোস্ট শেয়ার করুন

বড়লেখা-বিয়ানীবাজারের সংযোগস্থলে বসলো নূতন সাপ্তাহিক হাট

আপডেটের সময় : ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর তীরে ‘সোনাই নওয়া বাজার’ নামে নতুন একটি হাট বসানো হয়েছে। বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার সংযোগস্থল এটি বসানো হয়।

সোনাই নদীর তীর সংলগ্ন আতুয়া ও নয়াগ্রাম এলাকার বাসিন্দাদের উদ্যোগে সোমবার বিকেলে থেকে নতুন এ হাট যাত্রা শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাটবাজার বসবে। এছাড়া অন্যান্য দিন বিকেলে সাধারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বসবে।

জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ও বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখতে একটি সাপ্তাহিক হাটবাজার স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এবং বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম এলাকাবাসীর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলার সংযোগ স্থল আতুয়া-নয়াগ্রাম সেতু সংলগ্ন সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। হাটবাজারের জন্য ভূমি দান করেন আব্দুর রহমান লুকুছ। এরই প্রেক্ষিতে বাজার ব্যবস্থাপনা কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। পরে বাজারের নামকরণ দেয়া হয় ‘সোনাই নওয়াবাজার’।

বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা সেলিম উদ্দিন জানান, শাহবাজপুর ও মুড়িয়া ইউনিয়নের লোকজন মিলে সোনাই নদীর দক্ষিণ তীরে সাপ্তাহিক একটি হাট বাজার বসানোর উদ্যোগ নিয়েছি।

সোমবার থেকে হাটে কৃষিপণ্য বেচাকেনা শুরু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন হবে। সোনাই নওয়া বাজারকে ঘিরে দুই উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান আরো সুদৃঢ় হবে। পাশাপাশি উভয় এলাকার মানুষ অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন আহমদ জানান, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এই বাজার ভূমিকা রাখবে। আতুয়া-নয়াগ্রাম সেতু নির্মাণের পিছনে মূলত যোগাযোগ বৃদ্ধি কল্পে ব্যবসার প্রসার ঘটানোই ছিলো আসল উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল হয়েছে।

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান জানান, সোনাই নওয়া বাজারটি চালু হওয়ায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের এবং মুড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ বেশি উপকৃত হয়েছেন। স্থানীয় লোকজন সহজে হাট থেকে নিত্যপ্রয়োজনী জিনিস কিনতে পারবেন। এছাড়া স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।#