বড়লেখায় যুদ্ধ অপরাধ মামলা তদন্তে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কসহ কর্মকর্তারা
- আপডেটের সময় : ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
- / ১৪০২ টাইম ভিউ
বড়লেখায় মানবতা বিরোধী একটি মামলার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কসহ ৫ উচ্চ পদস্থ কর্মকর্তা মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপ-কমান্ডারসহ সাধারণ মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন।
গত বছরের ১ মার্চ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের ৩/১৬ নং মামলায় বড়লেখা পৌরশহরের পাখিয়ালা গ্রামের মৃত মির্জান আলীর ছেলে আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪) এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আব্দুল মন্নানকে (৬৬) পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে সোপর্দ করে। এ মামলার অপরাধ তদন্তে ট্রাইব্যুনাল বড়লেখায় যায় বলে সুত্র জানায়।
ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের কার্যালয়ে যুদ্ধ অপরাধ মামলার তদন্তানুষ্ঠানে অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক মুহাম্মদ আব্দুল হান্নান পিপিএম (আইজিপি পদমর্যাদা), ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এটর্নী জেনারেল মোখলেছুর রহমান, সহ এটর্নী জেনারেল সাবিনা ইয়াছমিন খান মুন্নি, সহকারী পুলিশ সুপার শাহজাহান কবীর বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মু. সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহসভাপতি ড. প্রণয় কুমার দে, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, নুরুল ইসলাম, আপ্তাব আলী, আব্দুল খালিক, আব্দুল জলিল, রফিক উদ্দিন প্রমূখ।