ব্রিটেনে স্টেডিয়াম কিনলেন সিলেটি ব্যবসায়ী কবির
- আপডেটের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
- / ১০০৬ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ স্টেডিয়ামের মালিকানা বদল হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য এই স্টেডিয়াম কিনে নিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়ী সিলেটের মোহাম্মদ কবির। এপ্রিলের শেষ দিকে কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বেডফোর্ড টাউন এফসি’র আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষরিত হয়। আগামী সেপ্টেম্বর থেকে বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্রাইট ম্যানেজমেনট ফুটবল স্টেডিয়াম’। এ স্টেডিয়ামে এক সাথে প্রায় পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। ব্যবসায়ী কবির জানিয়েছেন, ব্রিটিশ-বাংলাদেশী ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবলার তৈরী করার জন্য এ স্টেডিয়াম কিনেছেন। এ প্রসেঙ্গ তিনি বলেন, ‘আগামীতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।’ জানা গেছে, গেল কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন মোহাম্মদ কবির। ব্রিটেনে ‘সকার লীগ’ নামে তাঁর একটি ফুটবল দলও আছে। এবার স্টেডিয়াম কিনে নিয়ে ফুটবলের সাথে তিনি আরো বেশি সম্পৃক্ত হলেন।