বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি
- আপডেটের সময় : ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ১০২৫ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির অনশন ৬ এপ্রিল শনিবার বেলা ১১টায় শুরু হয়। জেলা বিএনপির পাঠানো বিজ্ঞপ্তিতে অনুসারে রেজিস্টারি মাঠে অনশন চলবে দুপুর ১টা পর্যন্ত।
অনশনে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র উপদেস্টা খন্দকার মোক্তাদির , কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুর ফয়ছল, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, দিলদার হোসেন সেলিম। এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অনশন কর্মসূচীতে অংশ নেন।