বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হবেন আলাউদ্দিন আলী
- আপডেটের সময় : ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ২৭৮ টাইম ভিউ
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে। এর আগে দু’দফায় তার জানাজা অনুষ্ঠিত হবে। আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী জানান, আজ সোমবার বাদ জোহর ঢাকার খিলগাঁওয়ের মূর-ই বাগ জামে মসজিদে আলাউদ্দিন আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এফডিসি থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর সেখানে তাকে দাফন করা হবে। সুর সম্রাট আলাউদ্দিন আলী গতকাল রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে শনিবার (০৮ আগস্ট) হাসপাতালটিতে তাকে ভর্তি করা হয়।সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।