বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপর সন্ত্রাসী হামলার নিন্দা
- আপডেটের সময় : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৪১১ টাইম ভিউ
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপর সন্ত্রাসী হামলার নিন্দা–
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব লিলু মিয়া’র উপর সন্ত্রাসী হামলা এবং পরিকল্পিত হত্যার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন যুক্তরাজ্য বিএনপি নেতা সাবেক বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জুনায়েদ এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুক্রবার দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বার বার কারা নির্যাতিত বিএনপি নেতার উপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান নেতৃবৃন্দ।