বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- আপডেটের সময় : ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ৩৮০ টাইম ভিউ
সিলেটের বিশ্বনাথে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম ফয়ছল আহমদ (২১)। সে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে। আজ সোমবার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে রবিবার রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
যুবতীর পিতা নুরুল ইসলাম জানান, দারিদ্রতার জন্য ৫ বছর বয়সে আখলুছ আলী নামের এক সৌদি প্রবাসী পড়শির কাছে তার মেয়েকে দত্তক দেন তিনি। আখলুছ আলী প্রবাসে থাকায় তার স্ত্রী জোছনা বেগম ওই যুবতী মেয়েকে নিয়ে একা বসবাস করছিলেন। গত ২৬ আগষ্ট রাতে তাদের ঘরে ঢুকে পাশের বাড়ীর বখাটে ফয়সল ওই যুবতী মেয়েকে র্ধষণ করে। পরে পালক মাতা জোছনা বেগম ঘটনাটি মেয়ের বাবাকে জানালে রাতেই তারা তাকে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা দেয়ার পর ২৮ আগষ্ট বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় গত রোববার রাতে নির্যাতিতার বাবা বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নাম্বার-২৪) দেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার এসআই নুর হোসেন জানান, ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#