বিদেশ যেতে করোনার সনদ নেয়ার সিদ্ধান্ত বদল

- আপডেটের সময় : ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ৪১৫ টাইম ভিউ
বিদেশ যেতে করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলকের সিদ্ধান্ত শিথিল করতে যাচ্ছে সরকার। শুধুমাত্র যে দেশ থেকে সনদ চাওয়া হবে সেই দেশে ভ্রমণের ক্ষেত্রে এই সার্টিফিকেট নিলেই হবে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়। সরকার ঘোষিত নির্দেশনায় বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত বুথে নমুনা দিতে হবে।
নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।#