ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

বাবা-মা’র কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সর্বজনপ্রিয় দানবীর জুনেল

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / ২১৬৩ টাইম ভিউ

বাবা- মা’র কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন কুয়েতের সর্বজন প্রিয় দানবীর জুনেল

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশিষ্ট অর্থনীতিবিদ,বাংলাদেশ মনিং গ্লোরী ইন্টারন্যাশনাল স্কুল কুয়েত’র জেনারেল সেক্রেটারী,কুয়েতস্হ জালালবাদ এসোসিয়শনের সভাপতি ,ওসমানী স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী কুয়েত’র সভাপতি, রবীন্দ্র – নজরুল শিল্পী গোষ্টী কুয়েত’র সভাপতি , বিশিষ্ট সংগঠক,দানবীর, সমাজসেবক , ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুয়েতে অবস্থানরত দল-মত নির্বিশেষে সর্বজনপ্রিয় ইজাজুর রহমান জুনেল চিকিৎসাধীন অবস্হায় কুয়েতের আমিরী হাসপাতালে গত সোমবার সকালে মৃত্যবরন করেন ।
“ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
উনার মৃত্যতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশে কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে ।
সিলেট জেলার ওসমানী নগর উপজেলাধীন সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর গ্রামের মরহুম আতাউর রহমান( এমলাক মিয়া)এর পাঁচ সন্তানের মরহুম ইজাজুর রহমান জুনেল (৫৫) ছিলেন বড় ।
বিগত চারমাস পূর্বে আরব আমিরাতে তৃতীয় ভাই তোয়েল আহমেদ মৃত্যবরন করেন ।চারমাসের ব্যাবধানে দুইজন হারালো একই পরিবার ।
মৃত্যকালে মরহুম জুনেল রেখে গেছেন স্ত্রী,এক পুত্র সন্তান , তিন ভাই, আত্মীয় স্বজন ।
কুয়েতে বাংলাদেশ কমিউনিটি হারালো একজন ভালো সংগঠক অভিভাবককে ।কুয়েতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সোস্যাল মিডিয়াতে গভীরভাবে শোকাহত ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন, এবং উনার নিজ এলাকায় জানাযা শেষে এলাকাবাসীরা আবেগপ্রবণ হয়ে যান, কান্না জড়িত কন্ঠে অনেকেই স্হৃতিচারন করতে গিয়ে বলেন ১৪০ টি ঘর তৈরী করে দিয়েছেন, ৩০/৪০ টি টিউবওয়েল দিয়েছেন, এলাকার জনগনের জন্য আদাকিলোমিটার পাকা সড়ক তৈরী করে দেন, প্রতি মাসে নিজ আয় থেকে প্রায় ৪০০ শ অসহায়দের কে ৫০০ শ টাকা করে ভাতা দিতেন ।
এলাকবাসী মরহুম জুনেল কে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে ।

পোস্ট শেয়ার করুন

বাবা-মা’র কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সর্বজনপ্রিয় দানবীর জুনেল

আপডেটের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১

বাবা- মা’র কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন কুয়েতের সর্বজন প্রিয় দানবীর জুনেল

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশিষ্ট অর্থনীতিবিদ,বাংলাদেশ মনিং গ্লোরী ইন্টারন্যাশনাল স্কুল কুয়েত’র জেনারেল সেক্রেটারী,কুয়েতস্হ জালালবাদ এসোসিয়শনের সভাপতি ,ওসমানী স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী কুয়েত’র সভাপতি, রবীন্দ্র – নজরুল শিল্পী গোষ্টী কুয়েত’র সভাপতি , বিশিষ্ট সংগঠক,দানবীর, সমাজসেবক , ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুয়েতে অবস্থানরত দল-মত নির্বিশেষে সর্বজনপ্রিয় ইজাজুর রহমান জুনেল চিকিৎসাধীন অবস্হায় কুয়েতের আমিরী হাসপাতালে গত সোমবার সকালে মৃত্যবরন করেন ।
“ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
উনার মৃত্যতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশে কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে ।
সিলেট জেলার ওসমানী নগর উপজেলাধীন সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর গ্রামের মরহুম আতাউর রহমান( এমলাক মিয়া)এর পাঁচ সন্তানের মরহুম ইজাজুর রহমান জুনেল (৫৫) ছিলেন বড় ।
বিগত চারমাস পূর্বে আরব আমিরাতে তৃতীয় ভাই তোয়েল আহমেদ মৃত্যবরন করেন ।চারমাসের ব্যাবধানে দুইজন হারালো একই পরিবার ।
মৃত্যকালে মরহুম জুনেল রেখে গেছেন স্ত্রী,এক পুত্র সন্তান , তিন ভাই, আত্মীয় স্বজন ।
কুয়েতে বাংলাদেশ কমিউনিটি হারালো একজন ভালো সংগঠক অভিভাবককে ।কুয়েতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সোস্যাল মিডিয়াতে গভীরভাবে শোকাহত ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন, এবং উনার নিজ এলাকায় জানাযা শেষে এলাকাবাসীরা আবেগপ্রবণ হয়ে যান, কান্না জড়িত কন্ঠে অনেকেই স্হৃতিচারন করতে গিয়ে বলেন ১৪০ টি ঘর তৈরী করে দিয়েছেন, ৩০/৪০ টি টিউবওয়েল দিয়েছেন, এলাকার জনগনের জন্য আদাকিলোমিটার পাকা সড়ক তৈরী করে দেন, প্রতি মাসে নিজ আয় থেকে প্রায় ৪০০ শ অসহায়দের কে ৫০০ শ টাকা করে ভাতা দিতেন ।
এলাকবাসী মরহুম জুনেল কে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে ।