বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- আপডেটের সময় : ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ৩১৪ টাইম ভিউ
বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) সকাল ১০টায় সাবেক এমপি নাজমুল হাসান জাহেদ একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লুৎফুর রহমান ও মহিলাদল নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম।
এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আকাদ্দস তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মস্তোফা মো. আল হাদী, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ মিয়া, অ্যাডভোকেট মিজান, ওমর ফারুক, আবু হুরায়রা, শুয়েম আহমদসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, এ সরকারের নৈতিকতা নেই। এ সরকার জুলুমবাজ। নেতাকর্মীদের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিও নির্যাতন করছে।
কেন্দ্র থেকে যা নির্দেশনা আসবে তা পালন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যমের কর্মীসহ ১৫টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।