বাউল সম্রার্ট শাহ আব্দুল করিমের দশম মৃত্যবার্ষিকী পালন করা হলো কুয়েতে
- আপডেটের সময় : ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৪০৬ টাইম ভিউ
নিজস্ব প্রতিনিধি: কুয়েতের জিলিব আল সুয়েকে’ ফেরদৌস হোটেলে গত ১২সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় সময শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র উদ্যোগে বাউলসম্রাট মরহুম শাহ্ আব্দুল করিমের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মও আলোচনা সভার আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সিনিযর যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন সঞ্চালনায সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জাম।
অনুস্টানে বক্তব্য রাখেন বিশিস্ট সংগঠক মোহাম্মদ হাজি মাহমুদ আলী, সংঘঠনের উপদেষ্টা মিটু সেলিম, সিলেট বিভাগীয় লেখক ফোরামের প্রতিস্টাকালীন সভাপতি সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট বিভগীয় লেখক ফোরাম কুযেতের সভাপতি এ কে মাসুদ আহমদ চৌধুরী, শাহ আব্দুল করিম স্হৃতি পরিষদের সাবেক সভাপতি ওয়ালিদ মোহাম্মদ সেনু,মোহাম্মদ আবুল কালাম আজাদ মোহাম্মদ সাইফুল ডানা, কবি মোহাম্মদ বেলাল হোসেন ,সাধারন সম্পাদক মোহাম্মদ খসরু আহমদ সহসাধারন সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক প্রজিত পাল, সহ প্রচার সম্পাদক প্রদীপ সূত্রধর, সাহেদ আহমদ, সাংঘঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, অর্থ সম্পাদক আঃ মুকিত খাঁন, সাঈদ খাঁন ,তারেক আহমদ, রনক আহমদ রানা সাইদুল ওয়েছ, আহমদ আমির প্রমূখ ।বক্তব্য শেষে প্রযাত শিল্পী শাহ আব্দুল করিমের আত্মার মাগফেরাত শান্তী কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আব্দুল আহাদ।