বাংলাদেশে সিলেটে জন্ম নেয়া ডা. শাফি আহমেদ বৃটেনের সেরা চিকিৎসক
- আপডেটের সময় : ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
- / ৯৫৩ টাইম ভিউ
বাংলাদেশে সিলেটে জন্ম নেয়া
চিকিৎসক শাফি আহমেদকে ব্রিটেনে ‘সবচেয়ে প্রভাবশালী’ বাংলাদেশি হিসেবে সম্মাননা দিয়েছে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনসপায়ারেশন (বিবিপিআই)।
শুক্রবার লন্ডনের শার্ডে এক অনুষ্ঠানে শাফি আহমেদকে সম্মানে ভূষিত করে সংগঠনটি।
গত ১৪ এপ্রিল শফি আহমেদের গুগল গ্লাস দিয়ে উইচ্যাটের মাধ্যমে অপারেশন থিয়েটার থেকে অস্ত্রোপচার সরাসরি সম্প্রচার করেন। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে অপারেশন থিয়েটারের ৩৬০ ডিগ্রি দেখা যাচ্ছিলো ওই অস্ত্রোপচারে। বিশ্বের ১৩০টি দেশের চিকিৎসক ও চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীরা সরাসরি ইন্টারনেটে অস্ত্রোপচারটির সম্প্রচার দেখেন।
চিকিৎসক শাফির ওই সম্প্রচারকে চিকিৎসাবিজ্ঞানে ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে ‘পথিকৃৎ’ বলে মনে করা হয়। এর মধ্য দিয়ে ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান আরও স্বচ্ছ হবে এবং চিকিৎসা শাস্ত্রে প্রশিক্ষণও সহজ হবে বলে মত বিশেষজ্ঞদের ।
ডা. শফি আহমেদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের প্রয়াত মিম্বর আলীর পুত্র। তিন ভাই ও ১ বোনের মধ্যে ডা. শফি তৃতীয়। ডা. শফির বড় বোন ব্রিটেনের প্রথম বাংলাদেশী নারী বিচারক স্বপ্নারা খাতুন।