বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

- আপডেটের সময় : ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ৫০১ টাইম ভিউ
বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্রিন সিলেট ট্রাভেলসের স্বত্বাধিকারী হাকিম মোহাম্মদ মিনহাজ এর সার্বিক সহযোগিতায় গেলো রোববার পর্তুগালের রাজধানী লিসবন একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সহ সভাপতি এফ আই রনি’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুহি উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন জহিরুল ইসলাম।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাছলিম উদ্দীন ,কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ ,পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্ ,বিএনপির যুগ্ম আহবায়ক আজমল আহমদ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন,পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন ,নোয়াখালী এসোসিয়েশনের সহ সভাপতি মুহি উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম ,ব্যবসায়ী বেলায়াত হোসাইন,আরিফ রিগান প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাবসায়ীবৃন্ধ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্য গ্রিন সিলেট ট্রাভেলস এর স্বত্বাধিকারী হাকিম মোহাম্মদ মিনহাজ, বলেন পর্তুগালে বিভিন্ন দেশ থেকে অভিবাসী আসছে কিন্তু সেক্ষেত্রে কর্মক্ষেত্রে তেমন অগ্রগতি হচ্ছে না।
এসময় তিনি আরো বলেন পর্তুগালে অনেক বাংলাদেশী প্রবাসী বেকার আছেন। এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উদ্যোগ গ্রহণ করলে অনেকের এই সংকট মোকাবেলা করা সম্ভব। স্হানীয় বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনা করে একটি কার্যক্রম গ্রহণ করা হবে, যেন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কেউ ব্যাবসা করতে চাইলে তাকে সহযোগিতা করা প্রয়োজন।
ঈদের পরে একটি সেমিনারের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
মিনহাজ বাংলাদেশী ব্যাবসায়ীদের প্রতি আহবান জানান তারা যেনো ভিন্ন দেশী শ্রমিক না রেখে বাংলাদেশী শ্রমিক রাখেন তাহলে পর্তুগালে বাংলাদেশী বেকারত্ব কমবে আর দেশ পাবে রেমিট্যান্স।