ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

বরমচালে ভোররাতে উদ্ধার কা‌জে রেল কর্তৃপক্ষ!

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • / ৫৪৪ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   কুলাউড়া উপ‌জেলার বরমচাল রেল স্টেশ‌নের পার্শ্বব‌র্তী বড়ছড়া রেল ব্রি‌জের নিচের ক্ষ‌তিগ্রস্থ ট্রে‌নের বগি অপসারণ ক‌রে‌ছে রেল কর্তৃপক্ষ। এই কাজের জন্য শনিবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় সা‌ড়ে ৮ ঘণ্টা সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ ছি‌লো। বেলা ২টার দি‌কে সি‌লেট থে‌কে ছে‌ড়ে আসা কালনী এক্স‌প্রেস ট্রেন ২টার দি‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে বরমচাল রেল স্টেশন অ‌তিক্রম দেয়। এছাড়াও চট্টগ্রাম থে‌কে ছে‌ড়ে আসা উদয়ন এক্স‌প্রেস বেলা ২টা ৪৮ মি‌নি‌টে সি‌লে‌টের উ‌দ্দে‌শ্যে এই স্টেশন অ‌তিক্রম ক‌রে।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম এই তথ্য নি‌শ্চিত ক‌রেন।

জানা যায়, গত রোববার সিলেট আখাউড়া রেল সেকশনে কুলাউড়ার বরমচালের বড়ছড়া রেলসেতুতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনে একটি বগি বড়ছড়া রেল সেতুর খালে পড়ে যায়। পরে সোমবার রাতে রেলযোগাযোগ স্বাভাবিক করা হলেও বড়ছড়া ব্রি‌জে হে‌লে পড়া বগিটি উদ্ধার করা হয়নি।

শুক্রবার (২৮ জুন) বৃষ্টিতে ওই ছড়ায় উজানী ঢলে পানি বেড়ে যাওয়ায় পড়ে থাকা বগিটির জন্য পানি প্রবাহ ব্যাহত হয় এবং রেল সেতুটি আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সিলেটের সাথে রেল যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ ছি‌লো।

শনিবার ভোর ৫টা থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে প্রকৌশল বিভাগ। এতে সকাল থেকে আবারো সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেল যোগাযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেন শমসেরনগর স্টেশনে। ঢাকাগামী কালনী এক্সপ্রেস মাইজগাঁওয়ে, জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলটগামী পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রেল যাত্রীরা।

বরমচাল স্টেশনে উপস্থিত রেলওয়ে পুর্বাঞ্চল চীফ ম্যাকানিকেল ই‌ঞ্জি‌নিয়ার মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তি‌নি এ‌বিষ‌য়ে কোন মন্তব্য করতে রা‌জি হন‌নি।

ত‌বে বরমচাল রেল স্টেশন মাস্টার এসব তথ্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, উদ্ধার কা‌জের জন্য ট্রেন চলাচল বন্ধ ছি‌লো। এখন ট্রেন চলাচল স্বাভা‌বিক।

পোস্ট শেয়ার করুন

বরমচালে ভোররাতে উদ্ধার কা‌জে রেল কর্তৃপক্ষ!

আপডেটের সময় : ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   কুলাউড়া উপ‌জেলার বরমচাল রেল স্টেশ‌নের পার্শ্বব‌র্তী বড়ছড়া রেল ব্রি‌জের নিচের ক্ষ‌তিগ্রস্থ ট্রে‌নের বগি অপসারণ ক‌রে‌ছে রেল কর্তৃপক্ষ। এই কাজের জন্য শনিবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় সা‌ড়ে ৮ ঘণ্টা সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ ছি‌লো। বেলা ২টার দি‌কে সি‌লেট থে‌কে ছে‌ড়ে আসা কালনী এক্স‌প্রেস ট্রেন ২টার দি‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে বরমচাল রেল স্টেশন অ‌তিক্রম দেয়। এছাড়াও চট্টগ্রাম থে‌কে ছে‌ড়ে আসা উদয়ন এক্স‌প্রেস বেলা ২টা ৪৮ মি‌নি‌টে সি‌লে‌টের উ‌দ্দে‌শ্যে এই স্টেশন অ‌তিক্রম ক‌রে।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম এই তথ্য নি‌শ্চিত ক‌রেন।

জানা যায়, গত রোববার সিলেট আখাউড়া রেল সেকশনে কুলাউড়ার বরমচালের বড়ছড়া রেলসেতুতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনে একটি বগি বড়ছড়া রেল সেতুর খালে পড়ে যায়। পরে সোমবার রাতে রেলযোগাযোগ স্বাভাবিক করা হলেও বড়ছড়া ব্রি‌জে হে‌লে পড়া বগিটি উদ্ধার করা হয়নি।

শুক্রবার (২৮ জুন) বৃষ্টিতে ওই ছড়ায় উজানী ঢলে পানি বেড়ে যাওয়ায় পড়ে থাকা বগিটির জন্য পানি প্রবাহ ব্যাহত হয় এবং রেল সেতুটি আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সিলেটের সাথে রেল যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ ছি‌লো।

শনিবার ভোর ৫টা থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে প্রকৌশল বিভাগ। এতে সকাল থেকে আবারো সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেল যোগাযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন ট্রেন শমসেরনগর স্টেশনে। ঢাকাগামী কালনী এক্সপ্রেস মাইজগাঁওয়ে, জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলটগামী পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রেল যাত্রীরা।

বরমচাল স্টেশনে উপস্থিত রেলওয়ে পুর্বাঞ্চল চীফ ম্যাকানিকেল ই‌ঞ্জি‌নিয়ার মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তি‌নি এ‌বিষ‌য়ে কোন মন্তব্য করতে রা‌জি হন‌নি।

ত‌বে বরমচাল রেল স্টেশন মাস্টার এসব তথ্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, উদ্ধার কা‌জের জন্য ট্রেন চলাচল বন্ধ ছি‌লো। এখন ট্রেন চলাচল স্বাভা‌বিক।